চট্টগ্রাম ব্যুরো : নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ চার নেতাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল (শনিবার) চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান এ আদেশ দেন। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর চারজনকে আদালতে হাজির করা হয়েছিল। আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গত ১২ ফেব্রæয়ারি দুই মামলায় ডা. শাহাদাতসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাকি তিন নেতা হলেন নগর বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর নূর, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম এবং যুবদল নেতা আব্দুল কাদের জসীম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন