নোয়াখালী ব্যুরো ঃ নোয়াখালী জেলা ছাত্রদল সভাপতি নুরুল আমিন খানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাব এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, যুবদল নেতা ফয়েজুল ইসলাম’সহ তিন জন। সূত্রে জানা গেছে, সকালে জেলা প্রেসক্লাব চত্বরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারা মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচীর আয়োজন করে বিএনপি। গণস্বাক্ষর কর্মসূচীতে যাবার পথে এদের আটক করা হয়। সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন