বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ডা. এ এস এম জাকারিয়া স্বপনের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রয়াত প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ডা. এ এস এম জাকারিয়া স্বপনের রুহের মাগফেরাত কামনায় গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কোরআন খতম ও বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান ঘোষিত ৩ দিনব্যাপী শোক কর্মসূচীর অংশ হিসেবে ওই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্বাস্থ্য ও মন্ত্রী মোহাম্মদ নাসিম। উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব প্রফেসর ডা. এতেশামুল হক চৌধুরী দুলাল, বিশ^বিদ্যালয়ের প্যো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মো. আলী আসগর মোড়ল, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ডা. এম ইকবাল আর্সলান, সার্জারি অনুষদের ডীন প্রফেসর ডা. কনক কান্তি বড়–য়া, মেডিক্যাল টেকনোলজিস্ট অনুষদের ডীন প্রফেসর ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর প্রফেসর ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (পরিদর্শন) প্রফেসর ডা. একেএম সালেক, পরিচালক (মানবসম্পদ) ডা. জামাল উদ্দিন খলিফা, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ডা. আবু নাসার রিজভী প্রমুখ। এদিকে প্রফেসর ডা. এ এস এম জাকারিয়া স্বপনের রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে গতকাল বাদ আছর, বিকাল ৪টা ৪৫ মিনিটে রমনার ৬ ইস্কাটন গার্ডেন রোডের পুলিশ কনভেনশন হলে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন