বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে গতকাল রবিবার জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
দুপুর ১২টার দিকে নেত্রকোনা জেলা বিএনপি নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিতে গেলে পুলিশ তাদেরকে গেইটে আটকে দেয়। পরে জেলা বিএনপির তিন শীর্ষ নেতাকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হয়। জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক ড্যাব নেতা অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক ও সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু দলের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমানের কাছে স্মারকলিপি তুলে দেন। এ সময় দলের শীর্ষ নেতৃবৃন্দের মদ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিঃ সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদার, সহ-সভাপতি আব্দুল ওয়াহাব ভূঁইয়া, যুগ্ম সম্পাদক সালাহ্উদ্দিন খান মিল্কী, তাজেজুল ইসলাম ফারাস, সহ সাধারণ সম্পাদক আমিনুল হক আমিন, আজিজুল হক, কোষাধ্যক্ষ এস এম মুসা, আইন সম্পাদক জিয়া উদ্দিন খান, মানবাধিকার সম্পাদক এডভোকেট আবুল হাশেম, সহ যুব বিষয়ক সম্পাদক কামরুল হক, জেলা যুবদলের সিঃ যুগ্ম আহবায়ক মোস্তফা মাসুদ, জেলা ছাত্রদলের সিঃ সহ সভাপতি সারোয়ার আলম এলিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন