এক গৃহবধূকে ধর্ষণের আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে বরিশালের গৌরনদীতে কাজী রোমান (২৪) নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ নিজেই বাদী ধর্ষক কাজী রোমানসহ ৩ জনকে আসামি করে রোববার রাতে গৌরনদী মডেল থানায় পর্নোগ্রাফি ও ধর্ষণ আইনে একটি মামলা দায়ের করেন। সে (রোমান) গৌরনদী উপজেলার আহম্মদকাঠি গ্রামের মতি কাজীর ছেলে ও কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, গৃহবধূর স্বামী ঢাকায় থাকার সুযোগে গৌরনদী উপজেলার আহম্মদকাঠি গ্রামের মতি কাজীর ছেলে কাজী রোমান (২৪) প্রায় গৃহবধূর ঘরে টিভি দেখতে আসতো। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি রাতে গৃহবধূ শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে ওইদিন রাত ৯ টার দিকে তাকে দেখতে আসে। ওইরাতে তার ঘরে কোন লোক না থাকায় রোমান জোরপূর্বক মোবাইলে গৃহবধূর নগ্ন ছবি ধারণ করে। পরবর্তীতে ওই নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে প্রায়ই ধর্ষণ করে। এরপর ধর্ষণের আপত্তিকর ছবি রোমান মোবাইলে ধারণ করে ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়। বিষয়টি জানতে পেরে গৃহবধূ বাদী হয়ে রোমান ও তার ২ সহযোগীকে আসামি করে রোববার রাতে গৌরনদী মডেল থানায় পর্নোগ্রাফি ও ধর্ষণ আইনে একটি মামলা দায়ের করেন। রাতেই মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার এস.আই মোঃ মাজাহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার দিবাগত গভীর রাতে আহম্মদকাঠি গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক কাজী রোমানকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে আলামত স্বরূপ ধারণকৃত নগ্ন ছবিসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত কাজী রোমানকে সোমবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠায়। ডাক্তারি পরীক্ষার জন্য গৃহবধূকে গতকাল দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন