স্টাফ রিপোর্টার : আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ‘বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়-বুটেক্স ডিসি বুনন’ চ্যাম্পিয়ন। সরকারি-বেসরকারি ২৬ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বুটেক্স ডিসি বুনন। সংসদীয় বিতর্ক ফর্মেটে জাহঙ্গীর আলম, এসএম রাফিও মোর্শেদ ও জালাল মো. আশফাকের দলের বিষয় ছিল ‘এই সংসদ মনে করে যে আসন্ন রাজনৈতিক সংকট নিরসনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ প্রয়োজন’।
২৯ লাখ শেয়ার বিক্রি করবে কেয়া কসমেটিকসের পরিচালক
অর্থনৈতিক রিপোর্টার : শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের পরিচালক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, পরিচালক তানসিন কেয়ার হাতে নিজ প্রতিষ্ঠানের মোট দুই কোটি ৩২ লাখ ৯৪ হাজার ৮০৬টি শেয়ার রয়েছে এর মধ্য থেকে ২৯ লাখ শেয়ার বিক্রি করবেন তিনি। তিনি বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার বিক্রয় শেষ করবে বলে জানিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন