শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

অস্ত্র পরীক্ষার সময় গুলি বেরিয়ে আহত পুলিশ কনস্টেবল

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৪০ এএম


ঘটনাস্থল গনভবনের পাশে চন্দ্রিমা উদ্যান
বিশেষ সংবাদদাতা : গণভবনে নিরাপত্তার দায়িত্ব পালনকালে অস্ত্র পরীক্ষার সময় গুলি বেরিয়ে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) একজন কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম রহিম উদ্দিন (২০)। গত রোববার দিবাগত রাত ৩ টার দিকে গনভবনের পাশে চন্দ্রিমা উদ্যান ঘেঁষা সীমানা প্রাচীরের একটি নিরাপত্তা চৌকিতে এ দুর্ঘটনা ঘটে। তার ঘাড়ের ডান দিকে গুলি লাগে। আহত কনস্টেবলকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়। ঘটনা তদন্তে এসপিবিএন-২ এর অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা ফারমানাকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট এসপিবিএন-২ এর পুলিশ সুপারের কাছে জমা দিতে বলা হয়েছে। এসপিবিএন-২ এর পুলিশ সুপার সেলিম খান বলেন, রাত ৩ টার দিকে চন্দ্রিমা উদ্যানের পাশে দায়িত্ব পালনকালে কনষ্টেবল রহিম উদ্দিন তার অপর সহকর্মী এসআই দেলোয়ার হোসেনের পিস্তলটি পরীক্ষা করছিল। পরীক্ষা করার সময় পিস্তল থেকে গুলি বেরিয়ে তার ঘাড়ের নীচে লাগে। তাকে দ্রæত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চিকিৎসকরা তাকে অপারেশন করিয়েছেন। তবে শরীরের ভিতর থেকে গুলি বের করা যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন