শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

২৪ ফেব্রæয়ারি থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৪১ এএম


স্টাফ রিপোর্টার : জাটকা ধরে করবো না শেষ, বাঁচবে জেলে হাসবে দেশ’ এ ¯েøাগানকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৪ ফেব্রæয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত দেশব্যাপী পালিত হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৮। আগামী ২২ ফেব্রæয়ারি মৎস্য অধিদপ্তরে সংবাদ সম্মেলন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। গতকাল সোমবার মৎস্য অধিদপ্তর খেকে এ সংক্রান্ত চিঠি সারাদেশে পাঠানো হয়েছে বলে মহাপরিচালক এ তথ্য জানিয়েছেন। এ উপলক্ষে দেশের মৎস্যবাজারগুলোতে ঝটিকা অভিযান চালানো হবে। সরকারের ভ্রাম্যমাণ আদালত এসব অভিযান পরিচালনার পাশাপাশি দেশের ২৬ টি উপকুলীয় উপজেলা শহরে প্রচারণামূলক জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করা হবে। এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার দেয়েছে মন্ত্রি পরিষদ বিভাগ থেকে। এ উপলক্ষে ২২ ফেব্রæয়ারি মৎস্য অধিদপ্তরে সংবাদ সম্মেলন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বর্তমান সরকারের নানা উদ্যোড়ের ফলে ২০১৬-১৭ অর্থ বছরে ইলিশ মাছের উৎপাদন হয়েছে ৪ লাখ ৯৬ হাজার ৪১৭ মেট্রিক টন। যা ২০০৮-০৯ অর্থ বছরের চেয়ে ২ লাখ ৯৯ হাজার মে.টন বেশি। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ । এদেশের কৃষ্টি ও ঐতিহ্যের সাথে মিশে আছে ইলিশ মাছের স্বাদ, গন্ধ আর রূপ। এ মাছের জন্য বিশ্বজুড়ে রয়েছে আলাদা খ্যাতি ও পরিচিতি। এ কারণে ২০১৬ সালে ইলিশ ভৌগলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকুতি পেয়েছে। বাংলাদেশ বর্তমানে মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে ৪র্থ স্থান এবং মৎস্য চাণে ৫ম স্থানে রয়েছে। বাংলাদেশের উপক‚লীয় এলাকাসহ ইলিশ সমৃদ্ধ নদী অববাহিকার পাঁচ লক্ষাধিক জেলের জীবন ও জীবিকা বহুলাংশে ইলিশের ওপর নির্ভরশীল। এজন্য প্রতিবছর জাটকা ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে সরকার প্রায় ২ লক্ষ ৩৮ হাজার জেলে পরিবারকে খাদ্য সহায়তা দেবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন