জামালপুর জেলা সংবাদদাতা : দেশের সর্ববৃহৎ একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের তারাকান্দিস্থ যমুনা সারকারখানায় সালফিউরিক এসিডসহ লরী আটক করা হয়েছে। গতকাল শনিবার যমুনা সারকারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামালপুরের সহকারী পুলিশ সুপার ও সদর সার্কেল মোঃ মনিরুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেন। পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, যমুনা সারকারখানার সার উৎপাদনের জন্য চট্টগ্রাম টিএসপি কারখানা যান্ত্রিক ত্রæটির কারণে বন্ধ থাকায় ফেন্সুগঞ্জ সারকারখানার মাধ্যমে যমুনা সারকারখানায় সালফিউরিক এসিড সরবরাহ করে কর্তৃপক্ষ। ওই সালফিউরিক এসিড গত শুক্রবার ট্যাংলরী (যার নং- ঢাকা মেট্্েরা-ড ৪৪-০৩৫১) দিয়ে কারখানায় ২৪ মেঃ টন সালফিউরিক এসিড সরবরাহবাহী ট্যাংকলরীসহ ৩৫ হাজার ২শত ৫০ কেজি ওজন নিয়ে কারখানায় প্রবেশ করে। পরে ওই সালফিউরিক এসিড গ্রহণ করে এসিডবাহী লরীটিকে ছেড়ে দেয় ব্যবহারকারী কর্তৃপক্ষ। এ সময় ওজনের দায়িত্বে থাকা কমিটিতে এমপিআইসি বিভাগের জুনিয়র অফিসার আমজাদ হোসেন ও কারখানার নিরাপত্তা বিভাগের হাবিলদার আব্দুল হান্নান লরীটি ওজন দিলে ১২ হাজার ৬শ’ ৭৫ কেজি পায় বলে জানা যায়। এ থেকে খালী লরীর ওজন ৯ হাজার ৮ শত ৬৫ কেজি বাদ দিলে প্রায় ৩ মেঃটন সালফিউরিক এসিড কারখানায় কম সরবরাহ দেয়া হয়েছে বলে ধারণা করা হয়। বিষয়টি জানাজানি হলে কারকাখানার কর্তৃপক্ষের মাধ্যমে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ কে এম ইদ্রিস হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ এসিড বহনকারী লরীটিকে আটক করে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে কারখানার একটি মহলের যোগসাজসে নাশকতা সৃষ্টিকারী একটি চক্রের নিকট (বোমা বানানোর কাজে) বিক্রি করার জন্য সালফিউরিক এসিড কারখানা থেকে চুরির করে বলে অভিজ্ঞ মহল ধারণা করছেন। পরিবহনকারী লরীর ড্রাইভার মোঃ আনোয়ার হোসেন জানান, এসিড পরিবহনকারী প্রতিষ্ঠান নরসিংদী জেলার পলাশ থানার পলাশ বাজারের মেসার্স লিয়া এন্টার প্রাইজের প্রোপাইটর মোঃ সাদিকুর রহমান ভূইয়ার। এ ব্যাপারে কারখানার ওজনের দায়িত্বে থাকা এমপি আইসি বিভাগের জুনিয়র অফিসার আমজাদ হোসেন ও কারখানার নিরাপত্তা বিভাগের হাবিলদার আব্দুল হান্নান জানান, প্রায় ৩ মেঃ টন সালফিউরিক এসিড কারখানায় কম সরবরাহ দেয়া হয়েছে। জানতে চাইলে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে তদন্ত টিম গঠন করে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন