আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা: নারায়ণগঞ্জের আড়াইহাজরে এক বাস কন্ট্রাক্টরের ৬ বছরের শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে। এ ব্যাপারে ধর্ষিতার পিতা মোঃ আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। মামলার বাদী ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী গ্রামের রাজনের বাড়ীর ভাড়াটিয়া মোঃ আলী জানান, তার শিশু কন্যাকে গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে একই গ্রামের মৃত মমতাজউদ্দীনের ছেলে রিকশা চালক দেলোয়ার (৪০) বাড়ীর পাশের দোকান থেকে চকো চকো কিনে দিয়ে সঙ্গে করে পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদীর পাড়ে নিয়ে যায় ধর্ষণ করে। ধর্ষণ শেষে শিশুটি চকো চকো হাতে নিয়েই কাঁদতে কাঁদতে বাড়ীতে চলে যায়। শিশুটির মা কল্পনা আক্তার কান্নার কারণ জিজ্ঞেস করলে শিশুটি ঘটনা খুলে বলে। আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, ধর্ষণের বিষয়ে শিশুটির পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন