রাঙ্গামাটি জেলা সংবাদদাতা ঃ পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলো ছাড়া প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে না পারায় রাঙ্গামাটি জেলার ৪৯ টি ইউনিয়ন পরিষদের ৩য় দফার নির্বাচন পিছিয়ে ৬ষ্ঠ পর্যায়ের তফসিলে অন্তর্ভুক্তি করার সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই সংক্রান্ত নির্দেশনা মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটি জেলা নির্বাচন অফিস ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের বরাবরে পাঠানো হয়েছে। জেলার ৪৯ টি ইউনিয়নে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন নির্ধারিত ছিলো। দুপুর নাগাদ নির্দেশনার আসার পর নির্বাচনী কার্যক্রম স্থগিত হয়ে যায়।
আজকাল
আজ বিকাল সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলে আয়োজনে মুক্তিযোদ্ধা ও আজকের বাংলাদেশ শীর্ষক গোল টেবিল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন