শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বালুমহল দখলকে কেন্দ্র করে শ্রীপুরের অস্ত্রের মহড়া

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে বালুমহল দখলকে কেন্দ্র করে বানার নদীতে চলছে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রের মহড়া। গতকাল শনিবার দুপুরে অস্ত্র নিয়ে বালুমহল দখল করার সময় সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। জানা যায়, উপজেলার বরমী ইউনিয়নের হারুনুর রশিদ বাদল শ্রীপুর-কাপাসিয়া বানার নদীর বালুমহলটি বৈধ ভাবে ইজারা নিয়ে একাধিক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে ব্যবসা করছেন। প্রতিপক্ষ গফরগাঁও উপজেলার পাতলাশী গ্রামের হারুন মোল্লাহ ও মনির হোসেন দীর্ঘদিন ধরে বালুমহলের ইজারাদার হারুনুর রশিদ বাদলের কাছ থেকে জোরপূর্বক বালুমহাল দখল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল। শনিবার দুপুরে হারুন মোল্লাহ ও মনির হোসেনের নেতৃত্বে শতাধিক লোকজন দেশীয় অস্ত্রসহ ত্রিমোহনী এলাকায় বাদলের বালু উত্তোলনের ড্রেজারের শ্রমিকদের ওপর হামলা চালিয়ে ব্যাপক মারপিট করে। এসময় সংঘর্ষে হারুনুর রশিদ বাদলের বালুর ড্রেজারের শ্রমিক মোর্শেদ আলম, জাফর, মিরাজ উদ্দিন, আব্দুস সহিদ, আরিফ, জাহাঙ্গীর, রফিক, আক্কাস, আশরাফুল, আমানুল্লাহসহ অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়। আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বালু মহলের ইজারাদার হারুনুর রশিদ বাদল জানান, হারুন মোল্লাহ ও তার লোকজন বালুর ড্রেজারের শ্রমিকদের মারপিট করে তাদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তাদের হুমকি ধামকির কারণে সঠিক ভাবে বালু সরবরাহ করতে পারছেন না। এ ঘটনায় হারুনুর রশিদ বাদল বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন।

 

 

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন