গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার নাশকতার মামলায় জামিন নিতে গিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান থানা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক কবির আহমেদসহ দলের ৩২ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. রাশেদা সুলতানা বুধবার সকালে এ আদেশ দেন। তারা হলেন, গোবিন্দগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমেদ, শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, গুমানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রিপন, থানা যুবদলের যুগ্ম-সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আল-আমীন প্রধান, ছাত্রদল নেতা শাহ আলম প্রধান,আব্দুল মজিদ, আতিকুর রহমান রতন, হিটলু, রোয়েল, মোন্নাফ চৌধুরী ও রাহেনুল সহ ৩২জন নেতা কর্মী।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, তাদের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতাসহ গোবিন্দগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তারা আদালতে জামিন নিতে গিয়েছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন