শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির ৩২ নেতাকর্মী কারাগারে

প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার নাশকতার মামলায় জামিন নিতে গিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান থানা বিএনপিসাধারণ সম্পাদক ফারুক কবির আহমেদসহ দলের ৩২ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. রাশেদা সুলতানা বুধবার সকালে এ আদেশ দেন। তারা হলেন, গোবিন্দগঞ্জ থানা বিএনপিসাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমেদ, শিবপুর ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক রেজাউল করিম, গুমানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রিপন, থানা যুবদলের যুগ্ম-সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আল-আমীন প্রধান, ছাত্রদল নেতা শাহ আলম প্রধান,আব্দুল মজিদ, আতিকুর রহমান রতন, হিটলু, রোয়েল, মোন্নাফ চৌধুরী ও রাহেনুল সহ ৩২জন নেতা কর্মী।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, তাদের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতাসহ গোবিন্দগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তারা আদালতে জামিন নিতে গিয়েছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন