সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চমেকের গাইনি ওয়ার্ডে ধরা দুই ভুয়া ডাক্তার

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : এতদিন নগরীর বিভিনড়ব ডিসপেনসারি ও ব্যক্তিগত চেম্বারে ভুয়া ডাক্তার ধরা পড়লেও এবার খোদ সরকারি হাসপাতালে ধরা পড়লো দুই ভুয়া চিকিৎসক। গতকাল বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ডের ‘লেবার রুম’ থেকে পাকড়াও করা হয় ওই দুই ভুয়া ডাক্তারকে। পুলিশের ধারণা, তারা ডাক্তার সেজে নবজাতক চুরির মতলবে সেখানে ঢুকে পড়ে। তবে ওয়ার্ডের কর্মকর্তা-কর্মচারীদের সন্দেহ হওয়ায় তাদের হাতেনাতে পাকড়াও করা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ডাক্তারদের এপ্রোন পরে ৩৩ নম্বর ওয়ার্ডের সংবেদনশীল এলাকা হিসেবে চিহ্নিত লেবার রুমে ঢুকে পড়েন ওই দুইজন। পরে তাদের আটক করে চমেক পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। তারা হলেন মিরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকার মোঃ জাফরের ছেলে মোঃ রাজ (১৯) এবং বরিশালের বাকেরগঞ্জের শাহরিয়ার মাহমুদের স্ত্রী ফারজানা আকতার মনি (২৬)। এএসআই আলাউদ্দিন জানান, ফারজানা আকতার নিজেকে গাইনি বিশেষজ্ঞ পরিচয় দেন। প্রকৃতপক্ষে তারা দুজনই ভুয়া ডাক্তার। তাদের পাঁচলাইশ থানায় পাঠিয়ে দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন