শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভুয়া ডাক্তারের কারাদন্ড

প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পাথরঘাটা (বরগুনা) উপজেলা সংবাদদাতা

বরগুনার পাথরঘাটায় এক ভুয়া ডাক্তারকে এক বছরের কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, দীর্ঘদিন যাবৎ অন্য ব্যক্তির নাম ও ডাক্তারি এমবিবিএস (ঢাকা) ও পিজিটি সার্জারিসহ বিভিন্ন ডিগ্রির কাগজপত্র ব্যবহার করে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিল রাশিদ। অবশেষে গত বৃহস্পতিবার রাত ৯টায় বিভিন্ন সূত্রে নিশ্চিত হয়ে পাথরঘাটায় সদ্য প্রতিষ্ঠিত পাথরঘাটা সৌদি প্রবাসীর ক্লিনিক থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন রাশিদকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের দ-াদেশ প্রদান করেন। জানা গেছে, উক্ত প্রতারক ডাক্তার রাশিদের আসল নাম আবুল বাশার ও পিতার নাম মোহাম্মদ আলী পাটোয়ারী। সে চাঁদপুর জেলার শাহরাস্তি থানার রগইন গ্রামের বাসিন্দা। প্রতারক আবুল বাশার ঝিনাইদা জেলাধীন কালিগঞ্জ থানার কালিগঞ্জ বাজারের মৃত. আজিজুর রহমানের ছেলে ডা. এমএ রাশিদের নামের সাথে নাম মিলিয়ে এবং ডা. রাশিদের ডাক্তারি সকল ডিগ্রিসহ সকল কাগজপত্রের নামের সাথে নিজের নাম ব্যবহার করে বেসরকারি বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরি করে আসছিল। তিনি পূর্বে সলিমগঞ্জ নবীনগরের অলিউর রহমান জেনারেল হাসপাতালে এবং একই স্থানের মা হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে চাকরি করেছে। সর্বশেষ তিনি বরগুনা জেলাধীন পাথরঘাটা উপজেলার পাথরঘাটা সৌদি প্রবাসীর ক্লিনিকে মাসে ৩ লাখ টাকা বেতনে ২১ দিন যাবত চাকরি করছে। প্রতারক বাশার জানায়, আসলে তিনি একজন হার্ডওয়্যার ব্যবসায়ী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন