শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ত্বকী হত্যার বিচার দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

নারায়নগঞ্জের মেধাবী শিক্ষার্থী ত্বকী হত্যাসহ সকল হত্যাকান্ডের বিচারের দাবিতে মানিকগঞ্জে সুজনের মানববন্ধন।
গতকাল সোমবার সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন সুজনের জেলা শাখার সহ-সভাপতি ইকবাল হোসেন কচি, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রচার সম্পাদক আকরাম হোসেন, দৈনিক টেলিগ্রামের সম্পাদক ও প্রকাশক শহিদুল ইসলাম সুজন, কৃষক নেতা নজরুল ইসলাম, দিশারীর দপ্তর সম্পাদক মহসীন আহম্মেদ মাতৃক, শিক্ষা সম্পাদক ইয়ারুল খান ইমন, বারসিক নেত্রী ফিরোজা খাতুন, এনসিটিএফের সভাপতি নুসরাত জাহান ইভাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সভায় বক্তারা বলেন, ত্বকী হত্যাকান্ডের দুইজন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে কোথায়, কখন, কারা, কীভাবে এবং কেন ত্বকীকে হত্যা করা হয় তার বর্ননা দিলেও অজ্ঞাত কারণে এই হত্যাকান্ডের অভিযোগপত্র দেয়া হয়নি। তারা অবিলম্বে ত্বকী, সাগর-রুনি, সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবি করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন