মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতকাল সোমবার একদিনের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। আয়োজন করেন, বেসরকারি সংস্থা শক্তি ফাউন্ডেশন ফর ডিস অ্যাডভান্টেজড উইমেন। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা ও ওষধ প্রদান করা হয়। ক্যাম্পে শরীর দুর্বলতা, বার্ধক্য, ডায়াবেটিস, গাইনী, শ্বাসকষ্ট ও শিশুদের চিকিৎসা করা হয়। ২৬০ জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। রোগী আসাদ মিয়া (৭০) বলেন, আমাদের মতো গরীব মানুষের জন্য এ চিকিৎসা খুবই উপকারে আসবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে রয়েছে ডা. নীলিমা আফরোজ ও ডা. আসাদুজ্জামান। ক্যাম্প উদ্বোধন করেন, শক্তি ফাউন্ডেশনের এরিয়া সুপারভাইজার মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন হেলথ প্রোগ্রামার আ. রাজ্জাকসহ এলাকার নেতৃবৃন্দ। মনিরুজ্জামান বলেন, এলাকার গরীব দুঃস্থ মানুষ স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য এ ক্যাম্প ব্যবস্থা করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন