আগামী ১৬ মার্চ দাউদকান্দি বারপাড়া ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত রোববার দাউদকান্দি মডেল থানার বিটপুলিশিং-এর উদ্যোগে বারপাড়া ফুলমতি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৯ জন চেয়ারম্যান, সদস্য ৪৪ ও সংরক্ষিত মহিলা সদস্যপ্রার্থীদের দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান শপথ বাক্য পাঠ করান। ৯ জন চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মাজহারুল ইসলাম মানিক সদাগর, মনির হোসেন তালুকদার, মোহাম্মদ আলাউদ্দিন, মো. সুমন এ কে এম আজাদ আমির হোসেন, মো. আব্দুল ওয়াদুদ মিয়া, নজিবুল বসর সাদ্দাম, মো. মোবারক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, দাউদকান্দি ওসি মোহাম্মদ আলমগীর ভূঁইয়া। উপজেলা নির্বাহী অফিসার বহিরাগতদের ব্যাপারে বলেন, পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে অবৈধ অস্ত্রের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি বলেন, শুধু নির্বাচন নিয়ে কারো সাথে সম্পর্ক নষ্ট না করার অনুরোধ করেন। প্রার্থীরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের কাছে আবেদন জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন