শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রূপগঞ্জে ২ মাদরাসা ছাত্র নিখোঁজ

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রসুলবাগ ফজলুল করিম রশীদিয়া কওমিয়া মাদরাসার আল-আমিন (১১) ও ইব্রাহিম (৯) নামে ২ ছাত্র নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায়। মাদরাসার শিক্ষক মাওলানা মনিরুজ্জামান জানান, এ মাদরাসার ৪র্থ শ্রেণীর ছাত্র আল-আমিন (১১) ও ১ম শ্রেণীর ছাত্র ইব্রাহিম (৯) শুক্রবার বিকালে খেলতে বের হয়। রাতে তারা মাদরাসায় না ফেরায় খোঁজাখুঁজি করি। খোঁজাখুঁজি করে গতকাল শনিবার বিকাল পর্যন্ত তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় রূপগঞ্জ থানায় ডায়েরি করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন