সিলেটে ড. জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুরের পিতা-মাতাকে আটক করেছে পুলিশ। রোববার মধ্যরাতে সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে তাদের আটক করা হয়। ফয়জুরের পিতা-মাতা ঘটনার পর থেকে পলাতক ছিলেন। তারা আত্মসমর্পণ করতে থানায় যাচ্ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ফয়জুরের পিতা-মাতাকে আটক করতে শনিবার রাত থেকে সুনামগঞ্জের দিরাই সহ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ। সর্বশেষ রোববার বিকেলে জগন্নাথপুর উপজেলায় অভিযান চালানো হয়।
অভিযানের আগেই তারা ওই স্থান থেকে বেরিয়ে চলে আসেন নগরীর পাঠানটুলা এলাকায়।
সিলেটের জালালাবাদ থানার ওসি সকালে জানিয়েছেন- পুলিশের একটি দল ফয়জুরের পিতা হাফিজ আতিকুর রহমান ও মা মিনারে বেগমকে আটক করেছে। তবে- তাদের থানায় নিয়ে আসা হয়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানেন বলে জানান।
এর আগে পুলিশ ফয়জুরের মামা সুনামগঞ্জ কৃষক লীগের যুগ্ম সম্পাদক ফয়জুল ইসলাম সহ দুই জনকে আটক করে। হামলাকারী ফয়জুর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মন্তব্য করুন