নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের লালপুরে সব কেন্দ্র থেকে বিএনপির প্রার্থীদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে এবং তাঁদের কেন্দ্রে যেতেও নিষেধ করা হয়েছে।নাটোরের লালপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আজ বৃহস্পতিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়।এছাড়া ভোট চলাকালে কয়েকটি কেন্দ্রে গিয়ে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর কোনো এজেন্ট পাওয়া যায়নি। সরকার দলীয় প্রার্থীর নেতা-কর্মীদের কেন্দ্রে আসা ভোটারদের নিয়ে টানাহেঁচড়া করতেও দেখা গেছে।
সকাল সোয়া ৮টার দিকে লালপুর ইউপি ভবন ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, পাঁচটি কক্ষে ভোট চলছে। সেখানে বিএনপির প্রার্থীর কোনো এজেন্ট নেই।আওয়ামী লীগের প্রার্থীর এজেন্টরা তাদের জন্য নির্ধারিত স্থানে ছিলেন না। ভোটারদের নিয়ে তাদের টানাহেঁচড়া করতে দেখা যায়। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সামছুল ইসলামকে তাঁর কক্ষে চুপচাপ বসে থাকতে দেখা যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন