বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সীতাকুণ্ডে ৩ ইউনিয়নে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সীতাকুণ্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : সীতাকুণ্ড উপজেলার তিন ইউনিয়নে বিএনপির প্রার্থীরা ভোট বর্জন করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে তারা ভোট বর্জন করেন।
কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. হেলাল উদ্দিন, বাড়বকুণ্ড ইউনিয়নের আবুল কালাম আজাদ ও সোনাইছড়ি ইউনিয়নের নুরুদ্দিন মো.জাহাঙ্গীর চৌধুরী ভোট বর্জন করেছেন বলে জানিয়েছেন তিন উপজেলায় নির্বাচন মটিরিং সেলের প্রধান হাসান মো.জসিম উদ্দিন। তিনি বলেন, বুধবার রাত থেকেই তিন উপজেলার বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। অনেকের বাড়িতে হামলা চালানো হয়েছে। অনেক কেন্দ্রে রাত থেকেই ব্যালটে সিল মারা হয়েছে। সকাল থেকে কেন্দ্র দখল করে ভোটারদের প্রবেশ করতে দিচ্ছে না। প্রশাসনকে অবহিত করা হলেও কোন ব্যবস্থা না নেওয়ায় তিনজন প্রার্থী নির্বাচন বর্জন করে পুনঃতফসীল ঘোষণার মাধ্যমে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন