চট্টগ্রাম ব্যুরো : নানা কর্মসূচির মধ্যদিয়ে চট্টগ্রামে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি বাঙালি ও বাংলাদেশকে বিশ্বে নতুন পরিচয় দিয়েছে। গতকাল (বুধবার) নগরীর জেলা পরিষদ মার্কেট চত্বরে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। আ জ ম নাছির বলেন, অতীতের বিএনপি-জামায়াত সরকার ৭ই মার্চের ভাষণকে অবজ্ঞা করেছিল। কিন্তু এ ভাষণের মধ্যেই আছে জাতির পথচলার পাথেয়। এ ভাষণ তরুণ প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট যেমন তুলে ধরছে তেমনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। এর আগে সকালে দারুল ফজল মাকের্টের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে মহানগর আওয়ামী লীগ। উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগও সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, ৭ই মার্চের ভাষণ প্রচার ও আলোচনা সভার আয়োজন করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন