অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশের প্রাইভেট খাতের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, গ্রাহকদের জন্য ‘স্বাধীনতায় সঞ্চয়’ শিরোনামে একটি ডিপোজিট অফার নিয়ে হাজির হয়েছে। এই অফারে গ্রাহকরা কমপক্ষে দশ লাখ টাকা ডিপোজিট করে এক লাখ পাঁচ হাজার টাকা ইন্টারেস্ট উপভোগ করার সুযোগ পাবেন। পাশাপাশি প্রতিটি ডিপোজিটের সাথে গ্রাহকদের জন্য থাকবে এক্সক্লুসিভ কম্পলিমেন্টারি কাপল’স ডিনার কুপন। এই অফার উপভোগ করতে কমপক্ষে এক বছরের জন্য ডিপোজিট করতে হবে। ‘স্বাধীনতায় সঞ্চয়’ অফারটি শুধুমাত্র মার্চ মাসের জন্য প্রযোজ্য।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম বলেন, স্বাধীনতা যেমন অর্জনের চেয়ে রক্ষা করা অনেক বেশি কঠিন, সম্পদের ক্ষেত্রেও তাই। সেজন্য গ্রাহকদের ভবিষ্যৎ সঞ্চয়ের কথা বিবেচনায় রেখে আইপিডিসি এই উদ্যোগটি গ্রহণ করেছে। আইপিডিসি সবসময় তার গ্রাহকদের জন্য ডিপোজিটের ক্ষেত্রে দারুণ সব ইন্টারেস্ট রেট-এর অফার নিয়ে আসে এবং এই অফারটিও তেমনই একটি উদ্যোগ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন