সাঁথিয়া (পাবনা) উপজেলা সংবাদদাতাঃ পাবনার সাঁথিয়ায় আলোচিত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী গণধর্ষণের অন্যতম প্রধান আসামী পুন্ডুরিয়া গ্রামের আলম ব্যাপারীর ছেলে হাফিজুর রহমান (২২) কে ১৮ দিন পর গ্রেফতার করেছে সাঁথিয়া থানা পুলিশ। সাঁথিয়া থানা সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে প্রধান দুই আসামী পালাতক ছিল। গতকাল (বৃহস্পতিবার) ভোরে গোপন সংবাদে পুলিশ জানতে পারে ঢাকা থেকে বাস যোগে হাফিজুর রহমান বাড়িতে আসছে। এ সংবাদে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিনের নেতৃত্বে এস,আই, রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বেড়া সিএন্ডবি বাস ষ্ট্যান্ডে আসামী ধরতে ওঁৎ পেতে থাকেন। ভোর রাতে সে বাস থেকে নামা মাত্রই পুলিশ তাকে গ্রেফতার করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন