রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আশুগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় গতকাল বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুরে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। সংঘর্ষের সময় উভয়পক্ষের বাড়িঘর, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২২ মার্চ প্রথম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুর্গাপুর গ্রামের আ’লীগের বিদ্রোহী প্রার্থী মোয়াজ্জেম হোসেন মাজু মিয়ার সাথে আ’লীগ মনোনীত প্রার্থী জিয়াউল করিম খান সাজুর সমর্থক রূমান ও খলিলুর রহমানের সাথে বিরোধ চলছিল। নির্বাচনে দুর্গাপুর গ্রামের আ’লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচনে পরাজিত হওয়ায় এ উত্তেজনা আরো বাড়তে থাকে। এর জের ধরে গত মঙ্গলবার দূর্গাপুর গ্রামের বড় বাড়ির আ’লীগ মনোনীত প্রার্থী জিয়াউল করিম খান সাজুর সমর্থক খলিলুর রহমানের ছেলে জুয়েলকে একই গ্রামের নগর পাড়ার আ’লীগ বিদ্রোহী প্রার্থী মোয়াজ্জেম হেসেন মাজুর সমর্থক মফিজ মিয়ার ছেলে ফরিদ ও স্বপন মারধর করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে। এরপর থেকেই দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় গতকাল সকালে উভয় পক্ষের কয়েক শতাধিক লোক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে গ্রামের বিভিন্ন স্থানে সংঘর্ষে লিপ্ত হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন