রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আহত ৪ জনের চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৮, ৪:৪৪ পিএম

নেপালে বিমান দুর্ঘটনায় আহত চার যাত্রীর চিকিৎসায় ১৩ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আরো রয়েছেন-এই ইউনিটের পরিচালক অধ্যাপক আবুল কালাম, অধ্যাপক সাজ্জাদ খন্দকার।

শনিবার (১৭ মার্চ) দুপুর এক সংবাদ সম্মেলন করে সামন্ত লাল সেন বলেন, আগামীকাল রোববার থেকে মেডিক্যাল টিম আহত চারজনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করবে।

বিমান দুর্ঘটনায় আহত গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা সৈয়দ কামরুন্নাহার স্বর্ণা, আলমুন নাহার অ্যানি, মেহেদি হাসান ও শাহরিনকে ঢামেকে আনা হয়েছে।

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১২ মার্চ ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় ৫১ জন নিহত হন। মধ্যে ২৬ জন বাংলাদেশি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন