নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার প্লেন বিধ্বস্ত হয়ে নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আশংকাজনক অবস্থায় কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে বেঁচে আছেন তিনি।
মঙ্গলবার (২০ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালের আইসিইউর সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিকিৎসকরা এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ড. বদরুল আলম বলেন, ওনার ব্রেন কাজ করছে না। তবে কিডনি, হার্টসহ অন্য অর্গান এখনো সচল রয়েছে। মস্তিষ্কে অস্ত্রোপচারের সময় মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে। মস্তিষ্কের অবস্থার উন্নতি হলে তা লাগানো হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন