রাজধানীর কাকরাইলে মা ও ছেলেকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) আলী হোসেন প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ কারণে ঢাকা মহানগর হাকিম মো. আহসান হাবীব প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৬ এপ্রিল দিন ধার্য করেন।
উল্লেখ্য, গত বছরের ১ নভেম্বর কাকরাইলের তমা সেন্টারের গলির কাছে ৭৯/১ বাড়ির পাঁচতলা থেকে মা শামসুন্নাহার ও তার ছেলে শাওনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শামসুন্নাহারের ভাই আশরাফ আলী খোকন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে ২ নভেম্বর রাতে রাজধানীর রমনা থানায় মামলা করেন।
এর পর স্বামী আব্দুল করিম ও তার তৃতীয় স্ত্রী শারমীন মুক্তাকে গ্রেফতার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন