২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডেকেছে বিএনপি। আগামীকাল সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে জোটের শরিক বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া এ তথ্য জানান। বিএনপি সূত্রে জানা যায়, বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন নিয়ে নতুন কৌশল ঠিক করা হতে পারে। এদিকে আগামী শনিবার দলের নেতৃবৃন্দের সঙ্গে যৌথসভাও ডেকেছে বিএনপি।
ওই দিন সকাল ১০টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা হবে। বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। যৌথসভায় দলের ৭৮ সাংগঠনিক জেলায় সফর ও ২৬ মার্চ উপলক্ষে বিএনপির কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন