বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

ঢাবির দুই শিক্ষার্থীকে পেটালেন ছাত্রলীগ নেতারা

ঢাবি রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৮, ১১:৩২ এএম

আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার সন্ধ্যায় বিজয় একাত্তর হলে নির্যাতনের শিকার হয়েছেন ইলামের শিক্ষা ও ইতিহাস বিভাগের বেলায়েত হোসেন রকি এবং ঊর্দু বিভাগের ফয়সাল উদ্দিন। তারা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আহত অবস্থায় তারা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিয়েছেন।

গত ৬ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন হলে মোট চারজন শিক্ষার্থী ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়।

ভুক্তভোগী রকি বলেন, ‘আমাকে হল শাখা ছাত্রলীগের পরিবেশবিষয়ক সম্পাদক শামছের তাব্রিজ প্রান্ত ফোন দিয়ে ফকির রাসেল (ছাত্রলীগের হল শাখার সভাপতি) ভাইয়ের রুমে যেতে বলেন। সেখানে গিয়ে দেখি আমার বন্ধু ফয়সাল উদ্দিনকে মারধর করছেন তারা। আমি রুমে ঢুকলে আমাকে বসতে বলেন। একজন আমার ঘড়ির দিকে তাকিয়ে বলেন, ঘড়িটা তো দামি, খোল এটা। প্রথমে প্রান্ত এসে আমাকে কিল-ঘুষি দেন। পরে হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম তামীম, শামছের তাব্রিজ প্রান্ত, আরিফুল ইসলাম ও শেখ আরিফিন ইমরোজ স্ট্যাম্প ও রড দিয়ে মারধর করতে থাকেন।’

বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির রাসেল বলেন, ‘মারধরের ঘটনা শুনেছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন