স্টাফ রিপোর্টার: প্রতি বছরের ন্যায় এ বছরও আগামী ২৫শে মার্চ’২০১৮ইং রবিবার আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া, ঢাকার উদ্যোগে হযরত খাজা মঈন উদ্দিন চিশতী পবিত্র উরশ মোবারক যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও শান-শওকতের সহিত উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে ঢাকার মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদ্রাসা প্রাঙ্গণে রবিবার বাদ ফজর হতে পবিত্র কোরআন খতম, খত্মে তাহ্লীল, খত্মে মুজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (সাঃ), খত্মে বোখারী শরীফ, খত্মে গাউসিয়া শরীফ অনুষ্ঠিত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন