শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

হরিণাকুন্ডুতে কৃষক হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৮, ৩:৩৯ পিএম

ঝিনাইদহের হরিনাকুন্ডুর চাঞ্চল্যকর কৃষক আব্দুর রশিদ (২৯) হত্যা মামলায় আসামী মো. নান্নু মিয়া ও মো. শাহিন নামে দুই আসামিকে ঝিনাইদহের একটি আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। দণ্ডপ্রাপ্ত নান্নুর বাড়ি একই উপজেলার আদর্শআন্দুলিয়া গ্রামে। অন্যদিকে শাহিন হরিণাকুন্ডুর গোপিনাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। রোববার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. গোলাম আযম এই রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি মফিজুল ও কামালকে খালাস প্রদান করেন। এজাহার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৯ মে ভোরে হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের সুড়া গ্রামের জাহের আলী মণ্ডলের ছেলে আব্দুর রশিদকে সন্ত্রাসীরা ১০ লাখ টাকার মুক্তিপণের দাবীতে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। অপহরণের খবরটি পুলিশকে জানালে ঘটনার দিন রাত ১১টার দিকে আদর্শআন্দুলিয়া গ্রামের একটি সেফটি ট্যাংক থেকে কৃষক আব্দুর রশিদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল গনি মোল্লা হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মো. ইসমাইল হোসেন বলেন, কৃষক আব্দুর রশিদ হত্যা মামলায় আসামীদের ফাঁসির আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দুই আসামিকে যাবজ্জীবন প্রদান করা হয়েছে। এছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দিয়েছেন। আসামি পক্ষে এড কাজী আনোয়ারুল ইসলাম ও আলী আকবর বেলায়েতী মামলাটি পরিচালনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন