শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

শাহবাগে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসি ও চালক গুরুতর আহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৮, ২:৪৮ পিএম

রাজধানীর শাহবাগ মোড়ে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দারুস সালাম ট্রাফিক জোনের সহকারী কমিশনার (এসি) সাইফুল আলম ও তার গাড়ি চালক গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকালে শাহবাগ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
পুলিশের সূত্রে জানা গেছে, এসি সাইফুল ইসলাম পুলিশের গাড়িতে করে দারুস সালাম থানায় যাচ্ছিলেন। শাহবাগ মোড়ে পৌঁছালে একটি পণ্যবাহী ট্রাক গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে এসি ও গাড়ি চালক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে তারা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন