শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৫

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপিসাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ ৫ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ গতকাল সোমবার সকাল ৮টার দিকে স্মৃতিসৌধে ফুল দিতে যাওয়ার সময় শহরের জেলা পরিষদের মার্কেট সংলগ্ন এলাকায় থেকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদকসহ ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্য দুজন হলেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সেন্টু (৩৫) ও সহ-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন (৫৫)। অন্যদিকে জেলার নাসিরনগর সদরে উপজেলা ছাত্রদলের নেতৃত্বে মিছিল বের হয়। এ সময় তাদের পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জামাল মিয়া (৪২), ছাত্রদলের ইউনিয়ন সহ-সভাপতি মোঃ শরিফ উদ্দিন (২৮)কে আটক করে। এসময় পুলিশের এসআই কাউসার আহত হন। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন