শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গাজীপুরে ৫৭ ধারায় ৩ জনের বিরুদ্ধে মামলা

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় এক নারীসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার ব্যবসায়ী মুহাম্মদ ইমতিয়াজ করিম (শুভ) বাদি হয়ে সোমবার রাতে জয়দেবপুর থানায় এ মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন- ভোলা সদরের পৌরসভা রোড এলাকার মৃত জহুরুল হক রতনের ছেলে এ মনিরুল হক চৌধুরী, ঢাকা রমনার নিউস্কাটন রোডের মোঃ আসাদুজ্জামানের ছেলে মোঃ মনিরুজ্জামান ও গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্ব বাগবাড়ি এলাকার কফিল উদ্দিনের মেয়ে কামরুন নাহার শোভা। জয়দেবপুর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পূর্ব শত্রæতার জেরে আসামিরা ফেইজ বুক এবং হোয়াটসআপে পরিকল্পিতভাবে বাদির সম্পর্কে আপত্তিকর অশালীন, কুরুচীপূর্ণ ছবি এবং মানহানিকর মন্তব্য প্রকাশ ও প্রচার করে। এ বিষয়ে মোঃ ইমতিয়াজ করিম শুভ বাদি হয়ে হাইকোর্টের সাইবার ট্রাইবুন্যালে একটি পিটিশন মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে সোমবার রাতে মামলাটি এজাহার হিসেবে রুজু করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন