স্টাফ রিপোর্টার : রাজধানীর পল্লবীতে ওয়াসার একটি পাম্পের সামনে অবস্থান নিয়ে পানির লাইন বিচ্ছিন্ন করার প্রতিবাদ জানিয়েছেন আটকে পড়া পাকিস্তানিদের একটি ক্যাম্পের বাসিন্দারা। গতকাল শনিবার সকালে এভিনিউ-৫-এর পানির পাম্পের সামনে অবস্থান নিয়ে দুপুর আড়াইটা পর্যন্ত বিক্ষোভ করেন তারা। পানির প্রতিশ্রæতি আদায় করে অবস্থান ছাড়েন তারা।
মিরপুর ১১ নম্বর সেকশনের সি বøকের ‘এমসিসি ক্যাম্পের’ বাসিন্দা ফয়সল বলেন, ৪/৫দিন ধরে ক্যাম্পে কোনো পানি নাই। ওয়াসার লোকজন পানির লাইন কেটে ফেলেছে। দুর্ভোগে পড়ে বাধ্য হয়ে ক্যাম্পবাসী রাস্তায় নেমেছে, বলেন তিনি।
ঘটনাস্থলে থাকা একজন পত্যক্ষদর্শী জানান, প্রায় আড়াইশ জন পাম্পের সামনে বিক্ষোভে ছিলেন। পল্লবী থানার উপ পরিদর্শক আবু সাইদ বলেন, ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
গতকাল গাড়িতে করে ওই ক্যাম্পে সরবরাহ এবং আজ রোববার পানির লাইন চালুর প্রতিশ্রæতি ওয়াসা কর্তৃপক্ষ দেওয়ার পর বিক্ষোভকারী অবস্থান ছাড়ে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন