শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

রানার গ্রুপে ওটিজম শিশুদের চাকরির দুয়ার খোলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর নব নির্মিত কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার এই ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের চেয়ারম্যান এম এ আওয়াল, বিএসআরএম-এর হেড অব সিএসআর এন্ড কমিনিকেশন রুহি মুর্শিদ আহমেদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
হাফিজুর রহমান খান বলেন, শুরু থেকে আমি এ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। এটা ভেবে ভালো লাগছে যে, এক সময়ের স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। তিনি বলেন, আশা করছি এই ভবনের শিশুরা ভালো পরিবেশ পাবে এবং সুষ্ঠুভাবে বেড়ে উঠবে। তিনি বলেন, রানার গ্রুপে ওটিজম শিশুদের চাকরির দুয়ার সব সময়ের জন্য খোলা। তারা যে পরিবেশ চায় তাদের জন্য সেই পরিবেশই তৈরি করে কাজের সুযোগ দেয়া হবে।
এবি ব্যাংকের চেয়ারম্যান এম.এ আওয়াল বলেন, কমপ্লেক্স তৈরিতে সহযোগিতা করতে পেরে আমাদের ভালো লাগছে। এবি ব্যাংক অটিজম শিশুদের পাশে ছিল, আছে এবং থাকবে। ভবিষ্যতের দিনগুলোত এ ব্যাপারে আরো সচেতনতা সৃষ্টিতে গুরুত্বারোপ করেন তিনি।
ওটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারপারসন ডা. রওনক হাফিজ বলেন, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। ২০০৪ সালের ৪ এপ্রিল যাত্রা শুরু করেছিল। ১৪ বছর পর নিজেদের নিরাপদ আনন্দময় ভবনে যাত্রা শুরু করতে পেরেছি। তিনি আরো বলেন, ২০১২ সালে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ২৩ কাঠা জায়গা দান করেন। এ ছাড়াও এবি ব্যাংক, বিএসআরএমসহ অনেকের সার্বিক সহযোগীতায় এগিয়ে যাচ্ছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন