উত্তর আমেরিকার মেক্সিকোর ভেরাক্রুজে কারাবিদ্রোহে সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। বন্দিদের বিদ্রোহ দমনে একটি অভিযানের সময় তাদের মৃত্যু হয়। খবর স্পুটনিক নিউজের
দেশটির দায়িত্বশীল কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। স্থানীয় সময় শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ভেরাক্রুজের লা তমা কারাগারে এ ঘটনা ঘটে।
তবে কর্তৃপক্ষ এখনও পর্যন্ত আহত বা নিহত কোনো কারাবন্দির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
কয়েদিরা তাদের মুক্তির আন্দোলন করছিল বলে জানা যায়। প্রসিকউটর বলছেন, তারা বিষয়টি নিয়ে তদন্ত করবেন। ২০১৭ সালের অক্টোবর মাসে দেশটির নুয়েভো লিওন প্রদেশে এক কারা বিদ্রোহে ১৩ জন মারা যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন