রাজধানীর সদরঘাট লালকুঠি লঞ্চ টার্মিনালে ডিঙি নৌকা ডুবে শম্পা ও সানজিদা নামে নিখোঁজ হওয়া দুই কিশোরীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল।
ফায়ার সার্ভিস সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা (পরিদর্শক) আতাউর রহমান জানান, সোমবার রাত পৌনে ১০টার দিকে তাদের (দুই কিশোরী) লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ডুবুরি দল।
এর আগে সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সদরঘাট লালকুঠি লঞ্চ টার্মিনালে লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী ডিঙি নৌকা ডুবে যায়। ওই নৌকায় থাকা আট যাত্রীর মধ্যে ছয়জন তীরে সাঁতার কেটে পৌঁছতে পারলেও দুই কিশোরী নিখোঁজ হয়।
সদরঘাট নৌ-পুলিশের ইনচার্জ শেখ মো. আব্দুর রাজ্জাক জাগো নিউজকে জানান, সোমবার সন্ধ্যায় সদরঘাট লালকুঠি টার্মিনাল থেকে খুলনাগামী সরকারি এমভি বাঙালি লঞ্চের ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী একটি ডিঙি নৌকা। খবর পেয়ে নৌ-পুলিশের একটি ডুবুরি দল সদরঘাটে উদ্ধার অভিযান চালায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন