সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গফরগাঁওয়ে কোচিং সেন্টারের ১২জন শিক্ষক আটক

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৮, ২:৫৯ পিএম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ১২ জন শিক্ষককে আটক করার পর মুসলেকা নিয়ে মুক্তি দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার সকাল ৭ টা থেকে ৮ পর্যন্ত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা চালানো করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ শামীম রহমান জানান, অভিযান চলাকালে বিদ্যাপিঠ কোচিং সেন্টারের শিক্ষক তালহা জোবায়ের (২৫), জাবের আহমেদ (২২), মজিবুর রহমান (২৮), জান্নাতুল ফেরদৌস (২৮), আমির আহমেদ (২৪)। স্টার কোচিং সেন্টারের শিক্ষক আল আমিন (২৯), সিরাজুল ইসলাম (৬০), লিটন চন্দ্র রায় (২৫)। মডার্ন একাডেমীর নাসির হায়দার (৫০), মুনমুন ঘোষ (২৬), কামরুল ইসলাম (৫০) কে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে মুসলেকা নিয়ে মুক্তি দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মো:মাহবুব হোসেন ৩ এপ্রিল, ২০১৮, ৫:০৩ পিএম says : 0
আপনাদের খবর আমাদের খুব ভাল লাগে । রাজনৈতিক বিষয়গুলো আরো কি্লয়ার করা উচিত । পাশাপাশি খেলার খবর জানাও দরকার ।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন