জমকালো আয়োজনে উদ্বোধন হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড আয়োজিত “বিবাহ বৈশাখী উৎসব। গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিন এর বলরুমে এ মেলার উদ্বোধন করেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই পরিচালক ও বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা। এ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে আগরওয়ালা বলেন, এদেশীয় সংস্কৃতি ও মানুষের রুচিবোধের কথা চিন্তা করে এবারের বিবাহ উৎসবে এমন কিছু নতুন পণ্যের প্রদর্শন করা হবে যা ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করবে বলে আমাদের বিশ্বাস। তিনি আরো বলেন, যারা বিয়েসহ অন্যান্য আয়োজনে কেনাকাটার জন্য বিদেশমুখী হন তারা অন্তত একবারের জন্য হলেও আমাদের মেলায় আসবেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। এদেশীয় সংস্কৃতি ও মানুষের রুচি বোধের কথা চিন্তা করে ডায়মন্ড ও গোল্ডের প্রায় চল্লিশ হাজারেরও বেশি ডিজাইনের প্রোডাক্ট প্রতিষ্ঠানটির সমৃদ্ধ ভান্ডার থেকে প্রদর্শনীতে দর্শনার্থী ও ক্রেতা সাধারণের জন্য উন্মুক্ত করা হয়। মূলত রোড গোল্ড কালেকশন, নূর কালেকশন, নিকাহ কালেকশন, প্রমিজ কালেকশন, ম্যাগনাস কালেকশন এর প্রতি ক্রেতারে বাড়তি আগ্রহ পরিলক্ষিত হয়। দি আর্ট অব বিউটি স্লোগান নিয়ে হীরা ও স্বর্ণের গনহার শৈল্পিক কারুকাজ, অনবদ্য ডিজাইন, প্রাচ্য ও পাশ্চাত্যের অপূর্ব সমন্বয় পুঁজি করে যারা শুরু করা জুয়েলারী প্রতিষ্ঠানটি এরই মধ্যে গ্রাহকদের ভালোবাসায় দেশের এক নম্বর জুয়েলারী প্রতিষ্ঠানের খ্যাতি অর্জন করেছে। পেয়েছে জুয়েলারীতে বাংলাদেশের প্রথম ISO Certificate. প্রতিষ্ঠানটির ২০ টি শাখা ছড়িয়ে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ স্থানে। রয়েছে বিশ্বমানের কাস্টমার কেয়ার, আফ্টার সেল্স সার্ভিস ও অনলাইন সেবা। তিনি বলেন, শুরু থেকেই আমার ইচ্ছা ছিল গ্রাহকদের জন্য বিশ্বমান ও ডিজাইনের গহনা নিশ্চিত করা এবং গহনার গুনগত মান ও ন্যায্য মূল্য নিশ্চিত করা। মনে হয় সকলের সহযোগিতায় তা সম্ভব হয়েছে। এছাড়াও জানানো হয়, বাংলা নববর্ষ ১৪২৫ কে আমন্ত্রণ জানাতে এবং প্রিয় মুহূর্তকে ভালবাসার রং এ রাঙ্গিয়ে দিতে ডায়মন্ড ওয়ার্ল্ড এর প্রতিটি শোরুমে থাকবে ৩ দিনব্যাপি (১২ থেকে ১৪ এপ্রিল) বৈশাখী মেলা। -বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন