শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হাটহাজারী পৌরসভার বিভিন্ন স্থানে অবৈধ বিলবোর্ড স্থাপন

আসলাম পারভেজ, হাটহাজারী থেকে | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

হাটহাজারী পৌরসভার বিভিন্ন স্থানে রাতারাতি অবৈধ বিলবোর্ড স্থাপন নিয়ে পৌর সদরে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে এলাকাবাসির মাঝে নানান প্রশ্নের জন্ম দিচ্ছে। এ বিল বোর্ড দ্রুত উচ্ছেদের জন্য দাবি জানিয়েছেন স্থানীয় পরিবেশ বাদীরা। তবে সওজ কর্তৃপক্ষ অবৈধ বিলবোর্ড স্থাপনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ।
জানা যায়, সম্প্রতি গভীর রাতে চট্টগ্রাম হাটহাজারী সড়কের হাটহাজারী বিদ্যুৎ অফিসের সামনে, মেখল রোড সংল্গনে, হাটহাজারী বাসস্টেশন গোল চত্বর, শেরে বাংলা মাজার গেইট এলাকায় এ ৪টি স্পটে কে বা কারা অবৈধ বিলবোর্ড স্থাপন করেছে। কারা এই বিল বোর্ড স্থাপন করেছে তার কোন হদিছ এখন ও পর্যন্ত বের করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। রাতে স্থপন করলেও পরের দিন সওজ হাটহাজারী শাখার উপ-সহকারী প্রকৌশলী মংথুই মারমা অজ্ঞাতনামা ব্যক্তিদের বিবাদী করে হাটহাজারী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। পাশাপাশি একটি অনুলিপি হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এর বরাবরে প্রেরণ করা হয়। যেখানে চট্টগ্রাম মহানগরীর প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার্থে বিলবোর্ড অপসারণ হচ্ছে সেখানে মহানগরীর পাশেই হাটহাজারীতে রাতারাতি কি ভাবে বিলবোর্ড স্থাপন করা হচ্ছে। তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম নিচ্ছে সাধারন মানুষের মনে।
হাটহাজারী পৌর সহায়ক কমিটির সদস্য নাছির বলেন, এলাকার পরিবেশ রর্ক্ষাথে এ বিল বোর্ড দ্রুত সড়িয়ে নেওয়ার দাবি জানান। সওজ এর হাটহাজারী শাখার উপ-সহকারী প্রকৌশলী মংথুই মারমা বলেন, সড়ক ও জনপথ বিভাগের আইনে অবৈধ ভাবে রাস্তা খনন করে বিল বোর্ড স্থাপনের কারো একতিয়ার নেই। অবৈধ ভাবে রাস্তা খনন করে বিলবোর্ড স্থাপন করায় ও সরকারি সম্পত্তি রক্ষার জন্য থানায় একটি অভিযোগ দায়ের করেছি। এব্যপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আক্তার উননেছা শিউলী জানান, সরকারি জায়গার উপর অবৈধ ভাবে বিল বোর্ড স্থাপনের জন্য পৌর সভা কাউকে অনুমতি দেয়নি। সুতারং এব্যপারে সওজ এর উর্দ্বতন র্কতৃপক্ষ ব্যাবস্থা নেবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন