সিলেট নগরীর সুবিদবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে বিয়ের আসর থেকে বরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে বিয়ানীবাজার থানা পুলিশ।
বরের নাম বজলুর রহমান হীরা। তিনি বিয়ানীবাজারের খাড়াবরা গ্রামের খলিলুর রহমানের পুত্র।
বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিয়ানীবাজার থানার ডিউটি অফিসার এএসআই বিল্লাল হোসেন এই প্রতিবেদককে জানান, ফজলুর রহমান হীরা ২০১৪ সালের করা একটি মার্ডার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। (মামলার নং জি আর ১৬৮/৩)। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সুবিদবাজারের একটি হোটেলে বিয়ের আসর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন