রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহানগর

মতিঝিল আইডিয়াল স্কুলে ভর্তি জালিয়াতির অভিযোগ তদন্তের নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কেেলজে ভর্তি জালিয়াতির অভিযোগ করেছেন অভিভাবকরা। সেই প্রেক্ষিতে ৩ এপ্রিল অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পাারচালক (মাধ্যমিক-২) দূর্গা রানী সিকদার স্বাক্ষরিত এক স্বারকপত্রে বলা হয়, ঢাকা মহানগরীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর মতিঝিল, মুগধা বনশ্রী’র অভিভাবক বৃন্দ দাখিলকৃত আবেদনপত্রে ভর্তি পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নের বিভিন্ন অনিয়মের বিষয় উল্লেখ করা হয়েছে। আইডিয়াল স্কুল এন্ড কলেজ মতিঝিল, বনশ্রী ও মুগদা শাখায় ২০১৮ সালে যারা দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের উত্তর পত্র জব্দ করে পুনঃনিরীক্ষণের জন্যে তারা আবেদন করেছেন। এমতাবস্থায় অভিযোগ আগামী ১৫ কার্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর । অভিযোগকারীদের অভিযোগপত্রে বলা হয়েছে, গত বছরের ১৮ ও ২০ ডিসেম্বর দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তিচ্ছু ছাত্র ও ছাত্রীদের উত্তরপত্র শিক্ষক শিক্ষিকাবৃন্দ মূল্যায়ন করে তা অধ্যক্ষের কাছে জমা দেয়। এরপর অধ্যক্ষ ড. শাহান আরা বেগম ও তার প্রধান সহকারি আ. ছালাম খান, অফিস সহকারী দিপা, কবির, আতিক ও ইঞ্জিঃ আতিক এই ছয়জন মিলে খাতাগুলোর উপর নির্যাতন চালায়। খাতা গুলোর মধ্যে শাহান আরা বেগম ও দিপার নিজ হাতের লিখা ছিল। খাতা গুলোতে ভুল শুধওে দিয়ে শুদ্ধ উত্তর লিখে নাম্বার প্রদানের অভিযোগ করা করা হয়েছে। অভিযোগে বলা হয়, অন্তত ১০০ খাতায় এধরনের ভুল উত্তর সংশোধন করে শুদ্ধ উত্তর লিখে দিয়ে নাম্বার প্রদান করে তাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়েছে। এ কাজ করে ড. শাহান আরা বেগম ও তার সহকারী প্রধান আ. ছালাম খান এবং অন্যান্য সহযোগীরা অন্তত ৩ কোটি আয় করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন