শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রামে মেমোরি কার্ড নিয়ে মারামারি, নারী খুন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৮, ৩:২২ পিএম | আপডেট : ৪:৪২ পিএম, ৮ এপ্রিল, ২০১৮

ফোনের মেমোরি কার্ড নিয়ে ঝগড়া থেকে মারামারিতে নগরীকে এক নারী খুন হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। শনিবার রাতে সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ লেইনে এই ঘটনা ঘটে। নিহত বালি বেগম (২৫) ওই এলাকার মোঃ হাবিবুর রহমানের মেয়ে। তার মা বেবি আক্তার (৫০) ও বড় ভাই মোঃ সুমনকে (২৮) আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী জয় (১৯), তার ভাই একরামুল হক (১৮) ও মা মিতা বেগমকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।
সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, ওই দুই পরিবার পাশাপাশি বাসায় থাকে। কিছু দিন আগে সুমনের মোবাইল ফোন চুরি করে একরাম। পরে ফোন ফেরত দিলেও মেমোরি কার্ডটি সে রেখে দেয়। এ নিয়ে শনিবার রাতে বালির সঙ্গে মিতার ঝগড়া বাঁধে। এক পর্যায়ে জয় বালিকে ছুরি মারে। বালির ভাই সুমন ও মা বেবি এগিয়ে গেলে একরাম তাদেরকে ছুরিকাঘাত করে।
আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক বালিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ জয়সহ তার পরিবারের তিনজনকে আটক করে। পরে তাদের দেখানো মতে হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়। এই ঘটনায় রোববার থানায় মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন