জাতীয় শিক্ষক ফোরাম-এর আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। জাতি গঠনে শিক্ষার গুরুত্ব সর্বাধিক। কিন্তু সরকার বস্তুবাদী ধারার শিক্ষানীতি ও শিক্ষা আইন করে জাতীয় শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। পরীক্ষায় এ প্লাস বৃদ্ধির মাধ্যমে অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করা হয়েছে। উচ্চ মাধ্যমিকে এ প্লাস প্রাপ্ত ছাত্রছাত্রীদের অধিকাংশই সরকারি ব্যবস্থায় পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পায় না। এসব ছাত্রছাত্রীর মধ্যে বিত্তশালীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও মধ্যবিত্ত পরিবারের ছাত্র-ছাত্রীরা অর্থাভাবে কোন বিশ্ববিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত ভর্তি হতে পারেনি। এ অবস্থা থেকে বেড়িয়ে আসতে সরকারকে দ্রুত যথাযথ ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, শিক্ষা নিয়ে রাজনীতি বন্ধ না হলে প্রজন্ম ধ্বংস হবে। তিনি আরও বলেন, নবম ও দশম শ্রেণিতে নতুন যে পদার্থ বিজ্ঞান বই পাঠ্য করা হয়েছে, তাতে এ বই পড়ে কোন ছাত্রছাত্রী বিজ্ঞানী হতে পারবে না। ফলে মেধা ও বিজ্ঞানী জাতি সৃষ্টি হবে। তিনি অবিলম্বে নৈতিকতা বিবর্জিত শিক্ষানীতি, শিক্ষা আইন বাতিল এবং নবম ও দশম শ্রেণিতে পূর্বের পদার্থ বিজ্ঞান বইটি পাঠ্যভুক্ত রাখার দাবি করেন।
রবিবার সকালে জাতীয় শিক্ষক ফোরামের জেলা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। রাজধানীর সেগুনবাগিচাস্থ একটি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরামের সদস্য সচিব মাওলানা এবিএম জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফজলুল হক মৃধা, মুহাম্মদ আব্দুস সবুর, মুহাম্মদ আরিফুল ইসলাম, মুহাম্মদ হুমায়ূন কবীর, মুহা. আমজাদ হোসাইন, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা দিদারুল মাওলা ও আব্দুল হান্নানসহ জেলা প্রতিনিধিগণ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন