শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিনোদন কেন্দ্র সখের পল্লীতে ব্যাপক উত্তেজনা

রক্তক্ষয়ী সংর্ঘষের আশঙ্কা

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বগুড়ার সান্তাহারের বিনোদন কেন্দ্র সখের পল্লিতে ইভটিজিং, মারপিট ও মামলার ঘটনার জের ধরে এলাকাবাসি ও ওই প্রতিষ্ঠানের লোকজনের সাথে উত্তেজনা দেখা দিয়েছে। একপর্য়ায়ে এলাকাবাসিরা দলবদ্ধ হয়ে গতকাল সোমবার সকালে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিনোদন কেন্দ্রটি বন্ধ করতে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। জানা যায়, উক্ত বিনোদন কেন্দ্রটি প্রতিষ্ঠার পর থেকে সেখানে আগত স্কুল কলেজের ছাত্রীদের ইভটিজিংসহ মারপিটের ঘটনা প্রবনতা চলতে থাকে এবং একপর্য়ায়ে তা ব্যাপক বৃদ্ধি পায়। এসবের জের ধরে এলাকাবাসি ও শিক্ষার্থীদের মধ্যে মারপিট ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ৮ জন আহত হয়। এনিয়ে থানায় উভয় পক্ষ মামলাও দায়ের করেন। এসব ঘটনা নিয়ে বর্তমানে বিনোদন কেন্দ্রের মালিক পক্ষের লোকজন ও এলাকা বাসির মধ্যে ব্যাবপক উত্তেজনা দেখা দিয়েছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন