টাঙ্গাইল জেলা সংবাদদাতা : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারীর প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার সকালে জেলা বিএনপির নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমবেত হতে থাকে। উদ্যান থেকে একটি মিছিল বের হয়ে কিছু দুর আসলে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়।
পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নেতৃবৃন্দদের শান্ত করে পুনরাই মিছিলটি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে সমাবেশ করে। সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামছুল আলম তোফা। সমাবেশে বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন