মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

১৯ দফা দাবিতে বিসিআইসি প্রধান কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে কর্মবিরতি কর্মসূচি ঘোষণা

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সেক্টর কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ সর্বনিম্ন ৮,৭৫০/- টাকা প্রারম্ভিক মজুরি নির্ধারণ করে ১ জুলাই, ২০১৫ ইং তারিখ হতে জাতীয় মজুরি স্কেল, ২০১৫ ঘোষণা ও বাস্তবায়ন, শ্রমিকদের শ্রান্তি বিনোদন ছুটি ও নববর্ষ ভাতা প্রদান, কারখানার শ্রমিক-কর্মচারীদের পেনশন বা পেনশন সিস্টেম, গ্র্যাচ্যুইটি প্রদান, কারখানার কর্মচারীদের পিআরএল ও লাম্প গ্র্যান্ট সুবিধা প্রদান, অবসরপ্রাপ্ত/মৃত শ্রমিক- কর্মচারীদের গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, বীমা/ডেথ কমপেনসেশন এর পাওনা পরিশোধ, শ্রমিক/কর্মচারীদের মজুরি/বেতন নিয়মিত ও শ্রমিকদের সরকার ঘোষিত ২০% মহার্ঘ্য ভাতার বকেয়া পরিশোধ, মহিলা শ্রমিক-কর্মচারীদের বেলায় প্রসূতি ছুটি ৪ মাস হতে ৬ মাসে বৃদ্ধি করা, বৈষম্য নিরসনকল্পে জাতীয় মজুরি কমিশনভুক্ত শ্রমিকদের জাতীয় বেতন কমিশনভুক্ত করা, দৈনিক/পিচ রেইট ভিত্তিতে নিয়োজিতদের স্থায়ী নিয়োগ প্রদান, ইউরিয়া সার কারখানাসমূহে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা, পলাশ ও ঘোড়াশাল ইউরিয়া সার কারখানায় কর্মরত সকল শ্রমিক-কর্মচারীকে প্রস্তাবিত নতুন কারখানায় আত্মীকরণ, অফ সিজনে চিনিকলসমূহকে ‘র’ সুগার আমদানি, পরিশোধন ও বাজারজাতকরণের অনুমতি প্রদান, পাট শিল্পকে কৃষি শিল্পের ন্যায় সকল সুযোগ-সুবিধা প্রদান এবং মৌসুমের শুরুতে লক্ষ্যমাত্রা অনুযায়ী পাট ক্রয়ের জন্য অর্থ বরাদ্দ করা, বিএফআইডিসি’র উৎপাদিত রাবারের বিক্রয় মূল্যের ওপর আরোপিত ২৩% ভ্যাট ট্যাক্স প্রত্যাহারসহ ১৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে অদ্য সোমবার ১৬/০৪/২০১৮ ইং তারিখ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, প্রধান কার্যালয়ের সামনে সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা আগামী ২১ এপ্রিলের মধ্যে ১ জুলাই ২০১৫ খ্রি: তারিখ হতে জাতীয় মজুরি স্কেল ঘোষণাসহ ১৯ দফা মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহŸান জানান। অন্যথায়, নেতৃবৃন্দ ২২ ও ২৩ এপ্রিল ২ ঘণ্টা করে, ২৪ ও ২৫ এপ্রিল ৪ ঘণ্টা করে এবং ২৬ এপ্রিল পূর্ণদিবস কর্মবিরতি পালন করার কর্মসূচি ঘোষণা দেন। এরপরও যদি দাবি মানা না হয় তাহলে চলমান আন্দোলন শেষে ১ মে’র পর লাগাতার কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চরণ করেন। ডিএপিএফসিএল সিবিএ’র সাধারণ সম্পাদক জনাব মাসুদ জাহাঙ্গীরের সঞ্চালনায় বিসিআইসি কর্মচারী লীগের সভাপতি জনাব শেখ নরুল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সমন্বয় পরিষদের আহ্বায়ক জনাব খান সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি জনাব এস এম কামরুজ্জামান চুন্নু, সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক সর্বজনাব এম কামাল উদ্দিন, আবদুল কুদ্দুস, মোহাম্মদ আলী, সদস্য সর্বজনাব ফরিদ উদ্দিন, আমিনুল হক ভূঁইয়া, খুরশিদ আলম, বিসিআইসি কর্মচারী লীগ সিবিএ’র সাধারণ সম্পাদক জনাব মো: সাইদুর রহমান এবং পলাশ ইউরিয়া সার কারখানা সিবিএ’র সভাপতি জনাব হুমায়ূন কবির প্রমুখ। বিজ্ঞপ্তি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন